Happy Home & Healthcare Prokashoni

পিল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2024-03-25 17:04:58

গর্ভধারণ রুখতে বেশিরভাগ মহিলাই আস্থা রাখেন গর্ভ নিরোধক পিলে। স্ত্রী রোগ বিশেষজ্ঞদের মতে.৯৯.৭ শতাংশ ক্ষেত্রে সেই পিল কাজ ও দেয়। কিন্তু তার জন্য দরকার একজন ডাক্তারের পরামর্শ । পিল খাওয়ার পরেও গর্ভধারণের ঝুঁকি কিন্তু থেকেই যায়। পিল খাওয়ার ক্ষেত্রে  কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন- ২৪ ঘণ্টার ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ে নিয়মিত ভিত্তিতে পিল খাওয়া উচিত। নইলে গর্ভধারণের ঝুঁকি থেকেই যায়। রাতের থেকে সকালে ঘুম থেকে উঠে পিল খাওয়া বেশি কার্যকর ।

জানতে অনুগ্রহ করে “সুখী ও সুস্থ গৃহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD