রক্তপরীক্ষা রোগ নির্ণয়ের জন্য একটি ভাল হাতিয়ার। শরীরের রক্ত হল নানান ধরনের কোষের সমষ্টি আর অন্যান্য যৌগিক বস্তু, যেমন, বিভিন্ন ধরেনের লবণ, প্রোটিন, ইত্যাদিও থাকে। এগুলির প্রত্যেকটিরই প্রয়োজনীয়তা আছে, এবং এদের স্বল্পতা বা আধিক্য সমস্যা নির্দেশ করে। রক্তের তরল অংশ কে বলা হয় প্লাজমা। যখন শরীরের বাইরে রক্ত জমে যায়,তখন রক্তের কোষগুলি এবং কিছু কিছু প্রোটিন শক্ত হয়ে যায়। তখন সেটাকে বলা হয় সিরাম।
এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন।
Designed & Developed by TechSolutions BD