আপনি কি আপনার জীবন, আপনার স্ত্রী/স্বামী, সন্তানদের জীবনের খোঁজ -খবর রাখছেন?
আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2025-02-12 07:00:56
বলতে পারেন, হ্যাঁ, রাখছিই তো, খাওয়া -দাওয়া, বাসস্থান, স্কুল-কলেজ, চিকিৎসা, ভ্রমন, আনুষঙ্গিক সব কিছুই তো করছি। ঠিকই তো চলছে সবকিছু। ঠিকই তো চলছে সবকিছু -এখানেই আপনাকে ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে কি, কতোটা ঠিকভাবে চলছে। এ আপনার জীবন, আপনার স্ত্রী/স্বামী, সন্তানদের জীবন। কোনোভাবেই এতোটুকু অবহেলা করা যাবে না। সঠিক স্বাস্থ্য-পরিচর্যা আপনার, আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনকে, নিশ্চিত করতে পারে। আর এ বিষয়ে সবচেয়ে বেশী প্রয়োজন সঠিক তথ্য এবং পরামর্শ। ‘হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী ‘সুখী ও সুস্থ গৃহ’ এবং ‘সুখী মন ও সুস্থ দেহ’ এ দু’টি বই আপনার পুরো জীবনটাতে এনে দিতে পারে ইতিবাচক পরিবর্তন, সযতনে রাখতে পারে, আপনার এবং আপনার পরিবারের সবার জীবনকে সুস্থ এবং সুন্দর রেখে জীবনের গতিকে বহমান রাখতে পারে অনাবিল সুখ আর আনন্দে।