Happy Home & Healthcare Prokashoni

উপকূলীয় অঞ্চলে পানির লবনাক্ততা বৃদ্ধি বিভিন্ন ধরনের প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার প্রকোপ বারাচ্ছে ।

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2025-02-10 13:52:18

উপকূলীয় অঞ্চলে পানির লবনাক্ততা বৃদ্ধিও  বিভিন্ন ধরনের প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার প্রকোপ বারাচ্ছে । গবেষণায় দেখা গেছে, পানিতে লবনাক্ততা বাড়ায় খাবারের মাধ্যমে লবণ গ্রহণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বাড়ছে । ফলে ওই সব  অঞ্চলে উচ্চরক্তচাপ ও এ সম্পর্কিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে । লবনাক্ত পানি গর্ভবতী মায়ের জন্যও বড় হুমকি। সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকা গুলোতে নবজাতকের মৃত হার বৃদ্ধি ও প্রসব জনিত জটিলতার জন্য  খাবার ও পানিতে লবণের বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

 

Designed & Developed by TechSolutions BD