মানবদেহে কলা ও কোষের বৃদ্ধি ও গঠনমূলক কার্যকলাপ, পুষ্টি, বিপাকে ইত্যাদিসহ দেহের যাবতীয় শরীরবৃত্তীয় কার্যবলি সুষ্ঠভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমিষ. শর্করা, চর্বি, খাদ্যপ্রাণ,অজৈব লবণ ও পানির যে নিদিষ্ট অনুপাতে সংমিশ্রণে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। উদাহরণস্বরুপ দুধ ও ডিমের কথা বলা যায়। সুষম খাদ্যে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদন ক্ষমতা রয়েছে। মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় ভাত, রুটি, ডাল., আলু,শাক-সবজি, ফল, মাছ, মাংস প্রভৃতি এমনভাবে থাকা উচিত যেন তা আমাদের দেহের সকল শারীয়বৃত্তীয় কাজ সঠিকভাবে সম্পাদনে সাহায্য করে।
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২০০০-৩০০০ কিলোক্যালরি শক্তির প্রয়োজন। সুষম খাদ্য থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ নিম্নরুপ হওয়া উচিতঃ-
আর একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যতালিকা নিম্নরুপ-
আমিষজাতীয় খাদ্যঃ
মাছ বা মাংসঃ ৮৫-১০০ গ্রাম
ডালঃ ৭৫-৮৫ গ্রাম
ডিমঃ ১ টি
শর্করাজাতীয় খাদ্যঃ
শস্যজাতীয়ঃ ৪০০-৫০০ গ্রাম
শাক-সবজিঃ ১৫০ গ্রাম
চিনি বা গুড়জাতীয়ঃ ৫০ গ্রাম
চর্বিজাতীয়ঃ
তেল বা ঘিঃ ৫০ গ্রাম
দুধঃ ৫০০ গ্রাম
এছাড়াও প্রতিদিন ১ বা ২ টি টাটকা ফল এবং অন্তত ২ লিটার পানি প্রয়োজন।
Designed & Developed by TechSolutions BD