Happy Home & Healthcare Prokashoni

     সঙ্গীর সাহচার্যে হৃদরোগের ঝুঁকি কমে

আইভি খান ওয়াহিদ || 2021-04-15 09:39:03

                                             

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্য়ার ভিএগ্রেটার লসঅ্যাঞ্জেলেস হেলথ কেয়ার সিস্টেমের গবেষক নাটারিয়া  জোসেফ বলেন, ‘সঙ্গীর সাথে বেসি নেতিবাচক কথাবার্তার সঙ্গে পুরু ক্যারোটিড ।আর্টারির সম্পর্ক দেখা যায় । ক্যারোটিড আর্টারির  হচ্ছে রক্তনালী যা ঘাড় থেকে মস্তিস্কে রক্ত পৌঁছে দেয় । পুরু ক্যারোটিডের সঙ্গে হৃৎযন্ত্রের নানা সমস্যার ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টিতে সম্পর্ক  খুঁজে পাওয়া যায় । গবেষকেরা জানিয়েছেন, যাঁরা স্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা খুব কম করেন তাঁরা সাড়ে আট শতাংশ ক্ষেত্রে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিতে থাকেন ।

গবেষকেরা এই গবেষণার জন্য ২৮১ জন মধ্যবয়সী দম্পতির তথ্য বিশ্লেষণ করেছেন । গবেষকেরা দাবি করেছেন , আবেগ,শারীরিক সম্পর্ক  প্রভূতি বিষয়গুলোর সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত থাকে ইতিবাচক কথাবার্ । এ বিষয়গুলো স্বাস্থ্যের ওপর গুরুত্ব পূর্ণ প্রভাব ফেলে ।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে লাইভ সায়েন্স সাময়িকীতে ।

Designed & Developed by TechSolutions BD