ভিডাল পরীক্ষা রক্তরস বা রক্তের একটি পরীক্ষা। রোগীর তীব্র জ্বর যখন ৪/৫ দিনের বেশি স্থায়ী হয় তখন রোগের কারণ নির্ণয়ে এই পরীক্ষাটি করা হয়। এই পরীক্ষাটির ফলাফল থেকে জানা যায় রোগীর টাইয়েড জ্বর হয়েছে কিনা। টাইয়েড জ্বর হবার ৫-৬ দিন পর এই টেষ্টটি সঠিক ফলাফল দিতে খুবই কার্যকর। খুব আগে করিয়ে ফেললে বা খুব দেরিতে করালে অনেক সময় এর ফলাফল থেকে তেমনভাবে রোগ সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। টাইফয়েডের জীবাণু শরীরে ঢুকলে শরীর এর বিরুদ্ধে যে এন্টিবডি তৈরি করে ভিডাল টেষ্ট করে তার মাত্রা দেখা হয়। তবে ভিডাল টেষ্ট টাইয়েড নিশ্চিত করার কোনো পরীক্ষা নয় এবং কী অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে রোগ ভালো হবে তার সম্পর্কে এটি কোনো ধারণা দিতে পারে না। এই ধারণা হলে রক্তের কালচার পরীক্ষাটি করে দেখতে হয়।
Designed & Developed by TechSolutions BD