Happy Home & Healthcare Prokashoni

স্তনের সাধারণ সমস্যা

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2021-04-13 12:24:48

শিশু জন্মের পর শিশুর স্তন থেকে জলীয় বা দুধের মত পদার্থ ক্ষরণ হতে পারে। এটি স্বাভাবিক এবং এর কোন চিকিৎসার প্রয়োজন নাই। মায়ের ডিম্বাশয় বা আমরা থেকে নিঃসৃত হরমনের প্রভাবে এতি হতে পারে জা কিসুদিন পর এমনি স্বাভাবিক হয়ে যায় । গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময় স্তন ব্যথা বা স্তন ভারি মনে হতে পারে। আসলে গর্ভাবস্থায় এবং গর্ভপরবর্তী সময় স্তনে রক্তপ্রবাহ অনেক বেড়ে যায় এবং দুধ উৎপাদন হতে থাকায় স্তন ভারী লাগা বা সামান্য ব্যথা অনুভূত হতে পারে।

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী ও সুস্থ গৃহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD