করোনাভাইরাসের সংক্রমন রোধে বিশ্বের অনেক দেশেই চলছে লকডাউন।
তবে এই লকডাউনেও অনেকেই টানা কর্মস্থলে গিয়েই কাজ করছেন। বিশেষ করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাকশ্রমিক, পুলিশ, কর্পোরেট হাউস, ব্যাংক ও মিডিয়াসহ বেশ কিছু প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। যেখানে অনেক লোক একসংঙ্গে কাজ করেন। এমতাবস্থায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
তবে এখন প্রশ্ন হলো-অফিস করেও আমরা কীভাবে নিরাপদ থাকতে পারি? অফিসে যওয়ার সময় মাস্ক ব্যাবহার করা ও সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। অনিয়ম বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। কারণ অফিসে সহকর্মীরা তাদের পরিবার বা চারপাশের অনেকের সংস্পর্শে আসেন। তাদের মাধ্যমেও ভাইরাসের সংক্রমনের শিকার হতে পারেন আপনি। তাই নিজে পরিবারের সবাইকে নিরাপদে রাখতে কিছু নিয়ম মানা জরুরি।
আসুন জেনে নিই সুস্থ্য থাকতে করনীয়-
১. নিজে ও অফিসের ডেস্কের পরিচ্ছন্নতা বজায় রাখুন।
২. প্রতিদিন ধোয়া পরিস্কার পোশাক পরে অফিস করুন। অফিসে এসেই ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান-পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। সাবান না থাকলে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার ব্যাবহার করুন।
৩. অফিসের বাইরে না গিয়ে ফোনে কথা বলে ও অনলাইনে কাজ করার চেষ্টা করুন।
৪. বাইরের অতিথিদের অফিসে আসতে নিষেধ করুন।
৫. অফিসের ভেতরেও সবসময় মাস্ক ব্যবহার করলে ভালো। এ ছাড়া সহকর্মীদের থেকে এক মিটার দুরে থাকার চেষ্টা করুন।
Designed & Developed by TechSolutions BD