Happy Home & Healthcare Prokashoni

রক্তদান (Blood Donation)

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2024-03-12 10:48:53

যে কোন সুস্থ ব্যাক্তি তিন–চার মাস পর পর এক ব্যাগ (৪৫০ মিলিমিটার ) রক্ত দিতে পারবেন। এই পরিমাণ রক্ত দিলে কোন ক্ষতির আশঙ্কা নেই। রক্তদানের ফলে সুস্থ মানুষ কখনও অসুস্থ হয়ে পরেন না। প্রত্যেক সুস্থ মানুষের শরীরের লোহিত কণিকাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় ৮০-১২০ দিন পর পর ধ্বংস হয় এবং প্রতিনিয়ত নতুন নতুন রক্তকনিকা তৈরী হয়। রক্তের প্রয়োজন হলে আত্মীয় ,বন্ধু  বা পরিচিত ব্যাক্তির থেকে নেওয়াটাই ভাল।

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD