Happy Home & Healthcare Prokashoni

মাস্ক জীবানুমুক্ত করার ৩ উপায়

Amar ShasthoBD || 2024-03-25 11:22:05

করোনাভাইরাস থেকে নিরাপদে থাকতে ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে মাস্ক শুধু ব্যাবহার করলেই হবে না তা জীবানুমুক্তও করতে হবে। 

মাস্ক প্রতিবার ব্যাবহারের আগে জীবানুমুক্ত করতে হবে। বাইরে থেকে ঘরে ফেরার পর সাবান দিয়ে হাত ধুতে হবে ২০ সেকেন্ড সময় নিয়ে। তার পর মাস্কও ধুয়ে জীবানুমুক্ত করতে হবে। 

ব্যাবহারের জন্য কয়েকটি মাস্ক নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সেই মাস্কগুলো পরিস্কারও করতে হবে। 

তবে এখন প্রশ্ন হলো-ব্যাবহার করা মাস্ক কীভাবে পরিস্কার করে পুনরায় ব্যবহারযোগ্য করবেন। 

সাধারণ মাস্ক জীবানুমুক্ত করার বিষয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্টো্রল অ্যান্ড প্রিভেনশন ( সিডিসি)। 

কীভাবে মাস্ক পরিস্কার করবেন-

পাত্রে গরম পানিতে পরিস্কার করুন, বড় একটি পাত্রে গরম পানিতে সাবান গুলে নিয়ে মাস্কগুলো ভিজিয়ে রাখতে হবে অন্তত পাঁচ মিনিট। পরে তা তুলে নিয়ে ভালো ভাবে পরিস্কার করে রোদে শুকাতে হবে। 

ওয়াশিং মেশিনে পরিস্কার করুন

মাস্কগুলোকে একটি কাপরের ব্যাগে ঢুকিয়ে নিন। ব্যাগের মধ্যে রেখে পরিস্কার করলে মাস্কের ইলাস্টিক নষ্ট হবে না। 

ওয়াশিং মেশিনে সাধারন লন্ড্রি ডিজারজেন্ট’ই ব্যাবহার করে গরম পানি দিয়ে পরিস্কার করতে হবে। 

ওভেনে পরিস্কার 

ব্যাবহার করা মাস্ক যদি ফ্লেমেবল দাহ্য না হয় ও সাধারন কাপরের ফিতা থাকে, তবেই শুধু ওভেনে জীবানুমুক্ত করা সম্ভব। ওভেনে ১৫৮ ডিগ্রি তাপমাত্রায় আধা ঘন্টা গরম করলে জীবানুমুক্ত হবে। 

এ ছাড়া বৈদ্যুতিক ইস্ত্রিতে মিডিয়াম বা মাঝারি তাপমাত্রায় আধা ঘন্টা তাপ দিলেও জীবানুমুক্ত হবে।

Designed & Developed by TechSolutions BD