করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যাক্তি যদি স্বাস্হসম্মতভাবে রান্না বা খাবার তৈরি না করেন, তাহলে সেই খাবার অন্যের আক্রান্ত হওয়ার আশম্কা থাকতে পারে।
মানুষ যখন কাশি তখন সেই কাশির সংঙ্গে যে সূক্ষ্ম থুতুকনাগুলো বেরিয়ে আসে-যেটাকে ড্রপলেট বলা হয়, সেগুলো যদি আপনার হতে পড়ে, আর সেই হাত দিয়ে যদি আপনি খাদ্যবস্তু ধরেন, তাহলে সেই খাবার আপনাকে সংক্রমিত করতে পারে।
যারা খাবার তৈরি করছেন, যেকোনও খাদ্যবস্তু ধরার আগে তার ভালভাবে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেওয়া খুবই জরুরি।
Designed & Developed by TechSolutions BD