Happy Home & Healthcare Prokashoni

আমরা কি জানি ত্বকের কাজ কি?

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2024-03-25 14:29:13

ত্বক এক প্রকার সংবেদী অঙ্গ। বাহ্যিক পরিবেশ থেকে তাপ, চাপ , শৈত্য ,ব্যাথা ইত্যাদিসহ নানাবিধ সংকেত ত্বক কর্তৃক গৃহীত হয় এবং প্রাপ্ত সংকেত অনুযায়ী প্রয়োজনীয় সাড়া প্রদান করা সম্ভব হয়। ত্বকে বিভিন্ন রকম সংবেদী স্নায়ুপ্রান্ত থাকে। প্রত্যেক স্নায়ুপ্রান্ত নির্দিষ্ট ধরনের সংকেত গ্রহণ করে এবং তা সংবেদী স্নায়ুর মধ্য দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে  পৌঁছে । এভাবে ত্বকের মাধ্যমে  বাহ্যিক পরিবেশ থেকে যে কোন সংকেত আমরা বুঝতে পারি। 

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD