ওভারি বা ডিম্বাশয়ের সিস্ট মেয়েদের খুবিই পরিচিত রোগ। আমাদের দেশে অনেক নারীর এই রোগে আক্রান্ত হয়ে থাকেন ।
সিস্ট ও ক্যান্সার এক নয়। তবে অনেকেই সিস্ট থেকে ক্যান্সার হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে ৯৫ ভাগ ওভারিয়ান সিস্ট ক্যান্সার রোগের কারণ নয়। অধিকাংশ সিস্টই স্বাভাবিক মাসিকের সময় বা রজঃচক্রে তৈরি হয়। এরা স্বাভাবিকভাবেই দুই বা তিন রজঃচক্রের মধ্যে ভালো হয়ে যায়।
জানতে অনুগ্রহ করে “সুখী ও সুস্থ গৃহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন।
Designed & Developed by TechSolutions BD