আবার অনেক সময় সন্তান জন্মের পরও দাগ থেকে যায়। মায়েরা তাই চিন্তিত হয়ে পড়েন। অথচ একটু সচেতন হলে দাগপড়া ভাবটা কিছুটা হলেও কমিয়ে আনা যায় । পেটের চামড়া চাপের কারণে ফেটে যায়। রিলাক্সিন ,ইস্ত্রজেন ও করটি সল হরমোন বেড়ে গিয়ে মিউকোপলিসেকারাইড জমা করে। যা যোজক কলা থেকে পানি শোষণ করে। ফলে যখন টান পড়ে, তখন সহজেই দাগের সৃষ্টি হয়ে যায়।
এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন।
Designed & Developed by TechSolutions BD