Happy Home & Healthcare Prokashoni

খুশকি প্রতিরোধে করণীয়ঃ

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2021-04-17 01:37:12

আবার অনেকেই খুশকি দূর করতে না পারায় মন খারাপ করে থাকেন। খুশকি মূলত আমাদের মাথায় ত্বকের মৃতকোষ। স্বাভাবিকভাবেই এই মৃতকোষগুলো যখন অতিরিক্ত মাত্রায় ঝরা শুরু করে তখনই তা বিরক্তির উদ্রেক ঘটায় । এর সাথে যদি চুলকানি ও চুল পড়ার মত উপসর্গ দেখা দেয় তবে তো কথায় নাই। মূলত বয়োঃসন্ধিকালেই খুশকির সমস্যার সূচনা হয় এবং সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে তা কমে যায়।

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD