Happy Home & Healthcare Prokashoni

অটিজম কি?

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2021-04-17 07:59:58

অটিজম একপ্রকার স্নায়ুর বিকাশজনিত সমস্যা যাতে শিশুর সামাজিক মিথস্ক্রিয়া এবং সামাজিক যোগাযোগ বাধাগ্রস্থ হয়। এতে শিশু বারবার একই ধরনের আচরণে করতে থাকে এবং আচরণগত সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। অভিবাবকরা সাধারণত শিশুর জন্মের দুবছরের মাঝে এই অস্বাভাবিকতা ধরতে পারেন। এর উপসর্গ সমূহ প্রায়ই খুব ধীরে ধীরে প্রকাশ পায়। অনেক সময় শিশুর পূর্ণ বিকাশ হয়ে যাওয়ার পর এ সমস্যা দেখা যেতে পারে। গবেষকদের মতে এটি প্রধানত বংশগত।

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী ও সুস্থ গৃহ ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD