আগুনে পুড়ে গেলে ভয় না পেয়ে দ্রুত প্রাথমিচ চিকিৎসা দেয়া জরুরি। এতে অনেকাংশেই পুড়ে যাওয়া জনিত জতিলতা কমানো যায়। আগুনে পোড়া রোগীকে বাড়িতে চিকিৎসা দেয়া যায়। সেক্ষেত্রে নিচের বিষয় গুলো জেনে রাখা দরকার। প্রথমেই আগুনের স্থান থেকে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। যদি কাপড়ে আগুন লেগে যায় তাহলে দৌড়ানো যাবে না। দাড়িয়ে কাপড় খুলে ফেলতে হবে।
এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী মন ও সুস্থ দেহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন।
Designed & Developed by TechSolutions BD