Happy Home & Healthcare Prokashoni

শিশুর কানে ইনফেকশন

আ.স.ম. ওয়াহিদুজ্জামান || 2021-04-17 06:35:23

বেশিরভাগ শিশুই বেড়ে উঠার সময় কমপক্ষে একবার হলেও মধ্যকর্ণের ইনফেকশন বা সংক্রমক ভুগে থাকে। সাধারণত ছয় বছরের কম বয়সী শিশুদের মধ্যে এ ধরনের ইনফেকশন বেশি হয়ে থাকে। সময়মত সঠিক চিকিৎসা না করলে এ অবস্থা থেকে মস্তিষ্কের ইনফেকশনও হতে পারে। তবে কানে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। যেমন- বারবার  উর্ধ্বশ্বাসনালীর প্রদাহ, ঘন ঘন সর্দি -কাশিতে ভোগা । টনসিল ও এডিনয়েড সমস্যা ইত্যাদি ।   

এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী ও সুস্থ গৃহ ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন

Designed & Developed by TechSolutions BD