সাদাস্রাব (Leucorrhoea) অনেক সময় গর্ভবতী অবস্থায় ও মাসিকের কিছুদিন আগে থেকে / মাসিকের সময় হয়ে থাকে। তাছাড়া অন্যান্য স্বাভাবিক প্রক্রিয়াতেও এটি হতে পারে। যোনি পথে সাদা / পানির মত তরল বের হওয়াকে সাদাস্রাব বলে। তবে সাদাস্রাবের সাথে কিছু উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসা নেয়া উচিত।
এই সম্পর্কিত আরও জানতে অনুগ্রহ করে “সুখী ও সুস্থ গৃহ” বই টি সংগ্রহ করুন। কেনার জন্য ক্লিক করুন।
Designed & Developed by TechSolutions BD